Hotline: 09606252627
Email: iaas@iubat.edu
হোম
বাণী
আমাদের সম্পর্কে
আইইউবিএটি সম্পর্কে
সিএএস সম্পর্কে
আইএএএস সম্পর্কে
বিশেষজ্ঞগণ
প্রশিক্ষণ (বাস্তবায়নাধীন)
ফসল ব্যবস্থাপনা
ফসলের রোগ ও কীটপতঙ্গ
মাটির নমুনা পরীক্ষা
মৎস্য চাষ
সার প্রয়োগ ও তার ব্যবস্থাপনা
বনজ সম্পদ ও বন ব্যবস্থাপনা
টেকসই কৃষি
আবহাওয়া-সহিষ্ণু ফসলের চাষ
উচ্চপ্রযুক্তির কৃষি
কৃষি অর্থনীতি
কৃষি খামার ব্যবস্থাপনা
গবেষণা (বাস্তবায়নাধীন)
ব্যাগে চাষাবাদ
মাশরুম
শীত ও গ্রীষ্মকালীন টমাটো
আঙ্গুর চাষ
বাদাম চাষ
সমন্বিত চাষ
খরা-রোধী চাষ
ট্রাডিশনাল চাষাবাদ
কনসাল্টটেন্সি (বাস্তবায়নাধীন)
জৈব চাষাবাদ
টেকসই কৃষি
এগ্রোবিজনেস
ফুল চাষ
আবাদি ফসল
প্রকল্পসমূহ (বাস্তবায়নাধীন)
শ্রীপুর হর্টিকালচার কেন্দ্র
সমন্বিত হাওর উন্নয়ন প্রকল্প
নাইক্ষংছড়ি পাহাড়ী চাষ
প্রকাশনা (বাস্তবায়নাধীন)
প্রফেসর ড. এম আলিমুল্লাহ্ মিয়্যান
প্রতিষ্ঠাতা ও ভাইস-চ্যান্সেলর, আইইউবিএটি,
পিএইচডি (ম্যান. ইংল্যান্ড), এমবিএ (ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র)
বাণী
বাংলাদেশের গতানুগতিক কৃষি-ভিত্তিক সমাজ ব্যবস্থা বর্তমানে প্রযুক্তি নির্ভরশীলতার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের কৃষি কার্যক্রম যথা চাষাবাদ, পশুপালন, মৎস্য চাষ এবং তাদের আনুসাঙ্গিক প্রক্রিয়াজাতকরণ বিষয়সমূহ উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে সার্বিক কৃষিকর্ম বিভিন্ন অব্যবস্থাপনায় নিমজ্জিত এবং কৃষি উৎপাদন ও ভোক্তার সাথে সামঞ্জস্যহীনতার সৃষ্টি হচ্ছে। প্রকৃতপক্ষে, জ্ঞান-ভিত্তিক খামার ব্যবস্থাপনার চরম ঘাটতি পরিলক্ষিত হচ্ছে এবং এই ঘাটতির ফলে কৃষির সার্বিক উন্নতি ও কৃষকের জীবনমান উন্নয়ণ বাধাগ্রস্থ হচ্ছে এবং পরিবেশগত বিপর্যয়ের ফলে চরম ভুগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাটি, পানি ও পর্যাপ্ত সূর্যালোক তথা বৈচিত্র্যময় ঋতুভিত্তিক ফসলের অনন্যভূমি আমাদের বাংলাদেশ। হিমালয়, মধ্য ভারত, চীন, নেপাল, আসাম ও মায়ানমার থেকে প্রাপ্ত প্রচুর পলিমাটি এ দেশের ভূমির উৎপাদন ক্ষমতাকে বহুগুণ বর্ধিত করেছে যার ফলে এর জনসংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থায়, এ দেশের জনসংখ্যাকে জনবলে উন্নীত করতে আইইউবিএটি একটা বিরাট চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে। অত্র বিশ্ববিদ্যালয় কৃষির গুরুত্ব অনুধাবন করে বেসরকারি পর্যায়ে সর্ব প্রথম কৃষিতে ডিগ্রি কোর্স চালু করেছে। প্রেক্ষিত এবং প্রয়োজন বিবেচনায় বহুমুখী ধারনা নিয়ে দেশের প্রতিটি এগ্রো-ইকোলজিক্যাল এলাকায় একটি করে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। তারই আঙ্গিঁকে সুদূরপ্রসারী চিন্তার বাস্তবায়নে এবং বর্তমানে কৃষি ব্যবস্থার চাহিদা পূরণে প্রযুক্তি-নির্ভর একটি কৃষি পরামর্শ কার্যক্রম চালু করে সাধারণ মানুষের দোর-গোড়ায় পৌছানোর এক বিশাল ভূমিকা আইইউবিএটি গ্রহণ করতে যাচ্ছে। এ পরামর্শ কার্যক্রমের মাধ্যমে বিনা খরচে কৃষি-বিষয়ক উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনার পরামর্শ, কৃষিশিল্প ও উদ্যোক্তাদের চাহিদাকৃত সব ধরণের পরামর্শ দেয়া হবে। আমি আশা করি উক্ত কার্যক্রমের মাধ্যমে দেশের আপামর জনগণ বিশেষত: কৃষি কাজে নিয়োজিত কৃষক ও কৃষিশিল্পের উদ্যোক্তাগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন। আমি এ কৃষি পরামর্শ কার্যক্রমের সর্বাঙ্গীন উন্নতি ও সফলতা কামনা করছি।
ড. অনিল চন্দ্র বসাকযান
প্রফেসর, কলেজ অফ এগ্রীকালচারাল সাইন্সেস
আইইউবিএটি উত্তরা, ঢাকা
বাণী
বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনের পথিকৃৎ এবং আই ইউ বি এ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আলিমুল্লাহ মিয়ানের স্বপ্ন ছিলো এ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের কৃষক ও কৃষি উদোক্তাদেরকে বিনা মূল্যে তাদের চাহিদামত কৃষি পরামর্শ দিয়ে কৃষকের ভাগ্য ফেরাবেন এবং তাদেরকে সামাজিক মর্যাদার অধিকারী করবেন। ২০০৯ সালে এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর মিয়ান স্যার আমাকে একটি কল সেন্টার প্রতিষ্ঠার জন্য বলেন। এ বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতা ছিলো না এবং এটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিই। প্রথমে কল সেন্টারের জন্য বাংলাদেশ টেলিফোন রেগুলেটরী কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স গ্রহণ করি এবং ১৮ই অগাষ্ট ২০১৮ সালে একটি ফোনের মাধ্যমে কৃষি কল সেন্টারের কার্যক্রম উদ্বোধণ করা হয়।আমি গভীরভাবে মর্মাহত এ জন্য যে মিয়ান স্যার তার জীবদ্দশায় আমাদের কৃষি কল সেন্টার ও কৃষি ওয়েবসাইটের কাজ দেখে যেতে পারেন নি। বিনামূল্যে এ কৃষি কল সেন্টার থেকে কৃষির যেকোন বিষয়ে পরামর্শ দেয়া হয়।ইতোমধ্যে কেন্দ্র থেকে আমরা উল্লেখ্যযোগ্য সংখ্যক কৃষক ও কৃষি উদ্যোক্তাকে তাদের চাহিদামত বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছি। উল্লেখ্য যে,আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষকবৃন্দ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ এবং তারা তাদের গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে কৃষি পরামর্শ দি্যে যাচ্ছেন। এ ধরণের কৃষি তথ্য সেবা প্রদানের নজির বাংলাদেশে বা অন্য কোন দেশের কোন সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে নেই এবং এটি একটি ব্যতিক্রম ও সেবাধর্মী প্রতিষ্ঠান।উক্ত ওয়েব সাইটটি নতুন নতুন তথ্য নিয়ে কালক্রমে সমৃদ্ধ হতে থাকবে। প্রাথমিকভাবে দীর্ঘ সময় লেগেছে ওয়েব সাইটটি প্রস্তুত ও তথ্যাদি যুক্ত করতে। কৃষি অনুষদের ডীন ডঃ মোঃ শহীদুল্লাহ মিয়াসহ যারা আমাকে এ কাজে সাহায্য করেছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই।আইইউবিএটির কৃষি কল সেন্টার ও ওয়েব সাইট প্রস্তুতের কাজে সার্বিকভাবে জড়িত থাকায় আমি আনন্দিত ও গর্বিত।ডঃ সালাহ উদ্দীন সাহেব মৎস্য পশুপাখি সম্পর্কিত নানা প্রকার তথ্য দিয়ে আমাকে সাহায্য করেছেন। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্র মিঃ তামজিদ রহমান সফটওয়ার প্রস্তুতে আমাকে যেভাবে সাহায্য করেছেন তার কাছে আমি কৃতজ্ঞ।আমরা ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম(এনএআরএস)-এর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গবেষনালব্ধ ও প্রকাশিত তথ্য সংগ্রহ করেছি। কৃষিকাজের বিভিন্ন বিষয়ের উপর প্রাপ্ত তথ্য দিয়ে আই এ এ এস নামক ওয়েব সাইটিতে ৩৫০০ এর অধিক কৃষি তথ্য সংযোজিত হয়েছে। এই ওয়েব সাইটির আই ডি হচ্ছে www.iubat.edu/iaas. ইমেইল হলো iaas@iubat.edu ও কৃষি কল সেন্টারের ফোন নাম্বার হলো:০১৭৮৭৬৮৬৩৭৬।