প্রধান সবজি-জাতীয় ফসল
সংশ্লিষ্ট তথ্য
১. টমেটোঃ বারি টমেটো-১(মানিক),বারি টমেটো-২(রতন),বারি টমেটো-৩,৪,৫,বারি টমেটো-৬(চৈতি)বারি টমেটো-৭(অপূর্ব),বারি টমেটো-৮(শিলা),বারি টমেটো-৯(লালিমা),বারি টমেটো-১০(অনুপমা),বারি টমেটো-১১(ঝুমকা),বারি টমেটো-১৪,বারি টমেটো-১৫,বারি হাইব্রিড টমেটো-৩(গ্রীষ্ম),বারি হাইব্রিড টমেটো¬-৪(গ্রীষ্ম),বারি হাইব্রিড টমেটো-৫,বারি হাইব্রিড টমেটো-৬(৭০-৯০ টন/হেক্টর)।বিনা টমেটো-১-৬।
২. বেগুনঃবারি বেগুন-১(উত্তরা),বারি বেগুন-২(তারাপুরী)বারি বেগুন-৪(কাজলা),বারি বেগুন-৫(নয়নতারা),বারি বেগুন-৬,বারি বেগুন-৭,বারি বেগুন-৮,বারি বেগুন-৯,বারি বেগুন-১০(২৫-৩০ টন/হেক্টর)
৩. মূলাঃ বারি মূলা-১(তাসাকিসান),বারি মূলা-২(পিংকি),বারি মূলা-৩(ধ্রুতি),বারি মূলা-৪(৭০-৮০ টন /হেক্টর)
৪. শিমঃ বারি শিম-১,বারি শিম-২,বারি শিম-৩(গ্রীষ্ম),বারি শিম-৪,বারি শিম-৫,বারি শিম-৬(উৎপাদন ১০-১৫টন/হেক্টর),বারি জাকশিম-১,বারি জারশিম-১(ফরাসি শিম),বারি জারশিম-২,বারি জারশিম-৩(খাইসা),(ফরাসি শিম,উৎপাদন ১০-১৫ টন/হেক্টর)
৫. বরবটিঃ বারি মটরশুটি-১,বারি মটরশুটি-২(উৎপাদন ১০-১৫ টন/হেক্টর)
৬. ফুলকপিঃ বারি ফুলকপি-১(রুপা), উৎপাদন ২৫-৩০ টন/হেক্টর
৭. বাঁধাকপিঃ বারি বাঁধাকপি-১(প্রভাতী)বারি বাঁধাকপি-২(অগ্রদূত),উৎপাদনঃ৫০-৬০ টন/হেক্টর
৮. লাউঃ বারি লাউ-১-৩, উৎপাদনঃ৫০-৬০ টন/হেক্টর
৯. মিষ্টি লাউঃ বারি মিষ্টি কুমড়া ১ এবং ২, উৎপাদনঃ৩০-৩৫ টন/হেক্টর
১০. চালকুমড়াঃ বারি চালকুমড়া-১, উৎপাদনঃ২৫-৩০ টন/হেক্টর
১১. মরিচঃ বারি মিষ্টি মরিচ-১, উৎপাদনঃ১৪-১৫ টন/হেক্টর